ভারতের ওডিশায় 'লকডাউন' ৩০ এপ্রিল পর্যন্ত

ওডিশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক। ছবি: এএনআই
ওডিশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক। ছবি: এএনআই

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের ওডিশায় ‘লকডাউন’ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ওডিশার মুখ্যমন্ত্রী সতর্ক বলেছেন, জীবন আর আগের মতো হবে না।

আজ বৃহস্পতিবার ওডিশার রাজ্য সরকার এই ঘোষণা দেয় বলে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

ভারতজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলার মধ্যে দেশটির কোনো রাজ্য এই প্রথম নিজ উদ্যোগে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিল।

ওডিশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক দেশটির কেন্দ্রীয় সরকারকে ৩০ এপ্রিলের আগে ট্রেন ও বিমানসেবা চালু না করতে বলেছেন।

এক বিবৃতিতে ওডিশা সরকার বলেছে, রাজ্যের মন্ত্রিসভা লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারও যাতে একই পদক্ষেপ নেয়, তারা সেই সুপারিশ করছে।

ওডিশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক এক বিবৃতিতে বলেন, ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মানুষ যেসব হুমকির মুখোমুখি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় হুমকি এই করোনাভাইরাস। জীবন আর আগের মতো হবে না। বিষয়টি আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে। সাহসের সঙ্গে একে মোকাবিলা করতে হবে।

করোনার বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এই লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মোদি।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৩৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৬ জন।