অপ্রয়োজনীয় চলাচল করায় জরিমানা গুনেছেন অস্ট্রেলিয়ার এক মন্ত্রী

নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইন। ছবি: সংগৃহীত
নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া জুড়ে রয়েছে কঠোর যাতায়াত নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা অমান্য করায় অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইনকে জরিমানা করেছে দেশটির পুলিশ। ডন হারউইন দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী।

ডন হারউইন গত কয়েক সপ্তাহ ধরে তাঁর সিডনির শহরতলির বাড়ি থেকে অবকাশকালীন বাড়িতে অপ্রয়োজনীয় যাতায়াত করেছেন বলে প্রমাণসহ অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ওই অভিযোগের সূত্র ধরেই তাঁকে ১ হাজার ডলার জরিমানা করা হয়। এরপর অবশ্য তিনি ক্ষমা চেয়ে সিডনির বাড়িতে ফিরে আসেন।

অন্যদিকে, করোনাভাইরাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য নিউ সাউথ ওয়েলস। সিডনিতে আজ বিকেলে আসন্ন ইস্টারের ছুটিতে লোকজন যেন কোথাও না যায় এ নিয়ে এক নির্দেশনামূলক অনুষ্ঠান হয়। সেখানে রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান শিল্পকলামন্ত্রীর কর্মকাণ্ডে রাজ্যবাসীর কাছে ক্ষমা চান। তিনি বলেন, সবার কাছে ক্ষমা চাইছি যে আমার দলের কেউ এ রকমটা করল। এ ছাড়া, ডেপুটি প্রিমিয়ার জন বারিলারো বলেন, আমি রাগান্বিত, রাজনীতিবিদেরা এই বিধি থেকে অব্যাহতিপ্রাপ্ত নন, জানা উচিত।