থাইল্যান্ডে করোনার সংক্রমণ 'এক ডিজিটে'

থাইল্যান্ডে আজ সোমবার করোনাভাইরাসে নতুন করে নয়জন সংক্রমিত হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চের পর এই প্রথম দেশটিতে এ ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক ডিজিটে নেমে এল। খবর ব্যাংকক পোস্টের।

রোববার থাইল্যান্ডে ১৫ জন ও শনিবার ৫৩ জন রোগীর সংক্রমণের বিষয়টি শনাক্ত করা হয়।

থাইল্যান্ড সরকারের সেন্টার ফর কোভিড–১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র তাউসিল্প বিসানুয়থিন আজ বলেন, জানুয়ারিতে এ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই প্রথম ব্যাংককে স্থানীয়ভাবে সংক্রমণের কোনো নজির মিলল না।

সরকারের পক্ষ থেকে বলা হয়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে তিনজন আগে সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র আছে। এর মধ্যে দুজন বিদেশ থেকে আসা, চারজন দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশের বাসিন্দা।

এ নিয়ে থাইল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৯৩১। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন।