লকডাউন তুলে দিতে চায় ফ্রান্স

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ। ছবি: রয়টার্স
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ। ছবি: রয়টার্স

ফ্রান্সে লকডাউন তুলে দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ। গতকাল সোমবার আইনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রধানমন্ত্রী সোমবার আইনসভায় দেওয়া বক্তব্যে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় চলে যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ায় এক মাসে ৬২ হাজার মানুষের জীবন রক্ষা করা গেছে। কিন্তু এই বিধিনিষেধ এখনো চালু রাখলে তা বড় ধরনের অর্থনৈতিক ধসের ঝুঁকি তৈরি করবে। লকডাউন কী করে ধীরে ধীরে তুলে দেওয়া যায়, তা বিবেচনার এটাই সেরা সময়। ফরাসিদের এই ভাইরাসের সঙ্গে কীভাবে টিকে থাকতে হয় এবং নিজেকে সুরক্ষিত রাখতে হয়, তা শিখতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্রান্স সরকার গত ১৬ মার্চ লকডাউনের পদক্ষেপ নেয়। আগে থেকেই সতর্ক করা হলেও দেশটির সরকার এ পদক্ষেপ নিতে দেরি করে বলে সমালোচনা রয়েছে। প্রথমে ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হলেও পরে এর মেয়াদ তা ধাপে ধাপে বাড়ানো হয়।