করোনায় রেস্তোরাঁর আদল বদলে গেল

করোনার মহামারি মানুষের জীবনাচারই বদলে দিয়েছে। মানুষ ঘরবন্দী, বাইরে যেতে পারছেন না। এতে সবচেয়ে বেশি মার খাচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু একটি ডাচ রেস্তোরাঁ করোনাকালেও নিজেদের ব্যবসা চালু রাখতে হাজির করেছে নতুন একটি ধারণা। প্রতিষ্ঠানটি ভোক্তাদের জন্য তৈরি করেছে আলাদা ছোট ছোট কেবিন। সেটা আবার রেস্তোরাঁর মূল ভবনের বাইরে। খোলামেলা জায়গায় কাচে ঘেরা ওই কেবিনে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই থেকে তিনজন বসতে পারবেন। কাটাতে পারবেন আনন্দঘন সময়; খেতে পারবেন মজার মজার পছন্দের সব খাবার।

ওই রেস্তোরাঁয় খেতে চাইলে যেতে হবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। রেস্তোরাঁটি মিডিয়ামেটিক নামের একটি আর্ট সেন্টারের অংশ। নাম ইটেন। রেস্তোরাঁটি এখন সারা বিশ্বেরই আলোচনার জন্ম দিয়েছে। এর কর্মীরা হাতে গ্লাভস, মুখে স্বচ্ছ ফেস শিল্ড ব্যবহার করে খাবার পরিবেশন করছেন। মানা হচ্ছে সামাজিক দূরত্বও।