রাশিয়ায় গণহারে অ্যান্টিবডি পরীক্ষা

মস্কো ব্যাপকহারে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করেছে। ছবি: রয়টার্স
মস্কো ব্যাপকহারে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করেছে। ছবি: রয়টার্স

গণহারে অ্যান্টিবডি পরীক্ষা কর্মসূচির অধীনে মস্কো হাজার হাজার নাগরিককে যথেচ্ছভাবে করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা করা শুরু করেছে। কর্তৃপক্ষ আশা করছে, শহরটির লকডাউন কবে নাগাদ খুলে দেওয়া নিরাপদ হবে, এর মাধ্যমে তা নির্ধারণ করা যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এক কোটি ২৭ লাখ মানুষের এ নগরে সাত সপ্তাহ ধরে লকডাউন চলছে এবং রাশিয়ার প্রাদুর্ভাবের প্রকৃত অবস্থা জানাচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেন, প্রকৃত সংক্রমণের শিকার মানুষের সংখ্যা দাপ্তরিক তথ্যের চেয়ে অনেক বেশি। কারণ অনেক লোকের উপসর্গ দেখা দেয়নি বলে তারা বাহক কি না, বুঝতে পারেননি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, রাশিয়ার ২ লাখ ৬২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে ২ হাজার ৪১৮ জন।

সোবায়ানিন বলেন, গণপরীক্ষার মাধ্যমে জানা যাবে সংক্রমিত কাদের উপসর্গ নেই। প্রাদুর্ভাবের বিস্তার সম্পর্কেও নির্ভরযোগ্য চিত্র পাওয়া যাবে। এটা ঝুঁকি না নিয়ে লকডাউন শিথিল করার সঠিক সময় নির্ধারণে কর্মকর্তাদের সহায়তা করবে।
মেয়র জানান, এই কর্মসূচির আওতায় কয়েকদিন পর পর প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নগরের ৩০টি ক্লিনিকে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করার আমন্ত্রণ জানানো হবে। এতে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। যথেচ্ছভাবে নির্বাচন করে ইমেইল বা টেক্সট মেসেজ দিয়ে তাঁদের জানানো হবে।
এ পরীক্ষা অবশ্য স্বেচ্ছামূলক। যাঁরা পরীক্ষা করাতে চান, তাঁদের অনলাইন নিবন্ধন করতে হবে। মস্কো নগর কর্তৃপক্ষ একটি অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার আশা করছে, যা মাসের শেষের দিকে তাদের দিনে ২ লাখ পরীক্ষা সম্পন্ন করার অনুমতি দেবে।