দিল্লি সীমান্ত সাত দিনের জন্য বন্ধ করলেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা দেন । তবে জরুরি পরিষেবা প্রদানকারী ও সরকারি পাস থাকা ব্যক্তিরা যাতায়াত করতে পারবেন। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেজরিওয়াল বলেন, সীমানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যাতে শহরের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করোনা–সংক্রমিত ব্যক্তিদের নিয়ন্ত্রণ করা যায়। তিনি বলেন, যে মুহূর্তে আমরা সীমানা খুলব, শহরের বাইরে থেকে লোকজন চিকিৎসার জন্য দিল্লিতে আসবেন।দিল্লির হাসপাতালগুলো এখানকার মানুষের জন্যেই সংরক্ষণ করা উচিত। একই সঙ্গে দিল্লি তো দেশের মধ্যেই, কাজেই এটি কারও চিকিৎসা দেওয়ার বিষয় অস্বীকার করবে কী করে?'

শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪৭৩ জন। তবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ছে। রোববার কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘন্টায় ১ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, কোভিড–১৯ এ আক্রান্ত মানুষের জন্য দিল্লিতে সাড়ে ৯ হাজার শয্যা রয়েছে। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি, আপনি বা আপনার পরিবারের কেউ আক্রান্ত হলে একটি শয্যা পাবেন।'