মুখর ক্যাম্পাস এখন সুনসান

স্কটল্যান্ডের শহর এবারডিনকে বলা হয় গ্রানাইটের শহর। প্রাচীন শহরটির প্রতিটি প্রান্তে খুঁজে পাওয়া যায় নানা স্থাপত্যের নিদর্শন। শান্ত মনোরোম শহরের একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এবারডিন। এর মূলত দুটি ক্যাম্পাস। মূল ক্যাম্পাসটি পুরোনো এবারডিনে, যাকে বলা হয় কিংস কলেজ ক্যাম্পাস। বিশাল এই ক্যাম্পাসের প্রতিটি কোণে ঐতিহ্যের গন্ধ খুঁজে পাওয়া যায়। গত ১৪ মার্চ যুক্তরাজ্যে লকডাউন জারি হয়। অন্য সবকিছুর মতো বন্ধ হয় এই বিশ্ববিদ্যালয়ও। অবশ্য অনলাইন ও ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকেরা বাসায় বসেই সব কাজ করেন। ১ জুন ক্যাম্পাসে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। ছবিগুলো তুলেছেন ইউনিভার্সিটি অব এবারডিনের অ্যাকাউন্টেন্সি বিভাগের অধ্যাপক ও বিজনেস স্কুল রিসার্চ অ্যান্ড ইনোভেশন–প্রধান এম আজিজুল ইসলাম
১ / ১৩
৫২৫ বছরের পুরোনো এই বিশ্ববিদ্যালয়।
৫২৫ বছরের পুরোনো এই বিশ্ববিদ্যালয়।
২ / ১৩
প্রশস্ত রাস্তা দিয়ে ঢুকতেই চোখে পড়ে ধূসর গ্রানাইট পাথরের তৈরি ভবনগুলো।
প্রশস্ত রাস্তা দিয়ে ঢুকতেই চোখে পড়ে ধূসর গ্রানাইট পাথরের তৈরি ভবনগুলো।
৩ / ১৩
ভবনের সামনে রয়েছে প্রাচীন নানা স্থাপনা। বিশ্ববিখ্যাত স্কটিশ ভাস্কর কেনি হান্টারের ‘ইয়ুথ উইথ স্পিল্ট অ্যাপল’ রয়েছে ক্যাম্পাসের ঠিক মাঝখানে।
ভবনের সামনে রয়েছে প্রাচীন নানা স্থাপনা। বিশ্ববিখ্যাত স্কটিশ ভাস্কর কেনি হান্টারের ‘ইয়ুথ উইথ স্পিল্ট অ্যাপল’ রয়েছে ক্যাম্পাসের ঠিক মাঝখানে।
৪ / ১৩
বছরের এই সময়টাতে শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে ক্যাম্পাস। তবে করোনার কারণে এখন সব থেমে আছে।
বছরের এই সময়টাতে শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে ক্যাম্পাস। তবে করোনার কারণে এখন সব থেমে আছে।
৫ / ১৩
ধূসর গ্রানাইটের তৈরি ক্যাম্পাস। এই ঐতিহাসিক ভবনটিই হলো পুরোনো ক্যাম্পাস। কিংস কলেজ চ্যাপেল।
ধূসর গ্রানাইটের তৈরি ক্যাম্পাস। এই ঐতিহাসিক ভবনটিই হলো পুরোনো ক্যাম্পাস। কিংস কলেজ চ্যাপেল।
৬ / ১৩
ভবনগুলোর ফাঁকে ফাঁকে সরু চলার পথ।
ভবনগুলোর ফাঁকে ফাঁকে সরু চলার পথ।
৭ / ১৩
এগুলো ৫০০ বছরের পুরোনো।
এগুলো ৫০০ বছরের পুরোনো।
৮ / ১৩
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ চিত্রশিল্পী নাসির আজিমের তৈরি এই ৬ মিটারের ব্রোঞ্জের ভাস্কর্যটি এবারডিন বিশ্ববিদ্যালয়ে বসে ২০১৩ সালে।
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ চিত্রশিল্পী নাসির আজিমের তৈরি এই ৬ মিটারের ব্রোঞ্জের ভাস্কর্যটি এবারডিন বিশ্ববিদ্যালয়ে বসে ২০১৩ সালে।
৯ / ১৩
লকডাউনের কারণে ক্যাম্পাসে এখন নেই কোনো শিক্ষার্থী। প্রতিবছর নানা দেশের বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পান।
লকডাউনের কারণে ক্যাম্পাসে এখন নেই কোনো শিক্ষার্থী। প্রতিবছর নানা দেশের বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পান।
১০ / ১৩
ক্যাম্পাসে একটি ভাস্কর্যের সামনে খেলছে এক শিশু।
ক্যাম্পাসে একটি ভাস্কর্যের সামনে খেলছে এক শিশু।
১১ / ১৩
ম্যাক রবার্টস ভবন। এটি এবারডিনের বিজনেজ স্কুল ভবন।
ম্যাক রবার্টস ভবন। এটি এবারডিনের বিজনেজ স্কুল ভবন।
১২ / ১৩
স্যার ডানকান রাইস লাইব্রেরি হলো এবারডিন বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক পাঠাগার। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল ছিলেন ডানকান রাইস। কাচের তৈরি ভবনটি তৈরি হয় ২০১১ সালে।
স্যার ডানকান রাইস লাইব্রেরি হলো এবারডিন বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক পাঠাগার। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল ছিলেন ডানকান রাইস। কাচের তৈরি ভবনটি তৈরি হয় ২০১১ সালে।
১৩ / ১৩
দ্য ইউনিভার্সিটি অব কিংস কলেজ অব এবারডিনে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছবিটি তোলা।
দ্য ইউনিভার্সিটি অব কিংস কলেজ অব এবারডিনে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছবিটি তোলা।