করোনা যেন চীন ছাড়তে চাইছে না

করোনার উৎপত্তিস্থল চীন। ছবি: রয়টার্স
করোনার উৎপত্তিস্থল চীন। ছবি: রয়টার্স

করোনা বড়ই ‘নাছোড়’। কোথাও একবার হানা দিলে সহজে যায় না। উৎপত্তিস্থল চীনে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে আগে জানানো হয়েছিল। কিন্তু এখন দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হচ্ছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনা স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার দেশটিতে নতুন করে ৪৯ ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছেন। রাজধানী বেইজিংয়েই ৩৬ জনের বেশি শনাক্ত হয়েছে।
বেইজিংয়ের পাশাপাশি হুবেই প্রদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখানে তিনজন শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
হুবেই প্রদেশের উহান শহরই করোনার উৎপত্তিস্থল।

চীনে ফের রোগী শনাক্ত হওয়ার ঘটনাকে দেশটিতে নতুন করে করোনার আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।

রাজধানী বেইজিংয়ে গত সপ্তাহে করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়। নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় বেইজিংয়ে ব্যাপকভাবে পরীক্ষা করা হচ্ছে।
চীনা কর্তৃপক্ষ বলছে, দেশটিতে এখন মোট ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। দুজনের অবস্থা গুরুতর।