'করোনার মতো মহামারি প্রকৃতি ধ্বংসের ফল'

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল বলে মত দিয়েছেন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন।

যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে এসব কথা বলেন এই সংস্থাগুলোর কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে, তার পেছনে চালকের ভূমিকায় আছে বন্য প্রাণীর অবৈধ ও অস্থিতিশীল বাণিজ্য এবং বনভূমি ও অন্যান্য বন্য এলাকা উজাড় করার মতো বিষয়গুলো।

করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণ পেতে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলার এবং বিশেষত, প্রকৃতি ধ্বংস ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে ফিরে আসার আহ্বান জানান এই নেতারা।

গত বুধবার ডব্লিউডব্লিউএফের (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার) এক প্রতিবেদনেও সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে নতুন নতুন রোগ (বন্য প্রাণী থেকে মানুষের দেহে) দেখা দেওয়ার ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।