হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

রয়টার্স ফাইল ছবি।
রয়টার্স ফাইল ছবি।

ম্যালেরিয়ারোধী হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

করোনা চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ওপর অনেকবারই জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল অস্থায়ীভাবে স্থগিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত নেতিবাচক ফলাফলের পর ডব্লিউএইচও এর পরীক্ষা বন্ধ করে দেয়।

কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের ব্যবহারের অনুমোদন বাতিল করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

১৫ জুন এফডিএ এটি বাতিল করে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এপ্রিল মাসে বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া হাইড্রোক্সিক্লোরোকুইনের রপ্তানি নিষিদ্ধ করে। এফডিএ ওষুধটি ব্যবহারের অনুমোদন বাতিল করার পর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত।