পুরীর রথযাত্রা স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট

২৩ জুন পুরীর রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। ছবি: সংগৃহীত
২৩ জুন পুরীর রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। ছবি: সংগৃহীত

করোনার কারণে ভারতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ও ওডিশা রাজ্যের প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

দীর্ঘ ২৮৪ বছর পর ফের স্থগিত হলো পুরীর এই রথযাত্রা। ২৮৪ বছর আগে একবার স্থগিত করা হয়েছিল রথযাত্রা।

গতকাল বৃহস্পতিবার ওডিশার স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওডিশা বিকাশ পরিষদ’ এবারের রথযাত্রা করোনার কারণে স্থগিত করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে।

আবেদনে বলা হয়, করোনার মধ্যে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলে সংক্রমণ বাড়তে পারে। মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই এবারের রথযাত্রা স্থগিতের জন্য জনস্বার্থ মামলা দায়ের করা হলো।

রথযাত্রা স্থগিত রাখার আবেদনের ওপর গতকাল ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে শুনানি হয়।

শুনানি শেষে প্রধান বিচারপতি এস এ বোবদে রায়ে বলেন, ‘জনস্বার্থ ও নাগরিক নিরাপত্তার স্বার্থে এ বছর ওডিশার রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না।’

২৩ জুন এই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে এই রথযাত্রা সামনে রেখে পুরীতে তৈরি করা হয়েছে তিনটি রথ।

পুরীর রথযাত্রা উৎসবে যোগ দেন দেশ-বিদেশের লাখো ভক্ত। তাঁরা রথের দড়ি টেনে পুণ্য অর্জন করেন। কিন্তু করোনার কারণে এবার স্থগিত হলো রথযাত্রা।

এর আগে ওডিশা সরকার করোনার কারণে রাজ্যে ৩০ জুন পর্যন্ত সব ধর্মীয় সমাবেশ বন্ধ রেখেছে।