যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলা, নিহত ৩

যুক্তরাজ্যের রিডিং শহরের এক পার্কে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এখন পুলিশের পাহাড়া রয়েছে। ছবি: এএফপি
যুক্তরাজ্যের রিডিং শহরের এক পার্কে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এখন পুলিশের পাহাড়া রয়েছে। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রিডিং শহরের এক পার্কে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রিডিং শহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বিচ্ছিন্নভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অন্য কোনো ব্যক্তিকে আর খুঁজছে না পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্কে একজন ব্যক্তিকে বড় ছুরি নিয়ে হামলা চালাতে তিনি দেখেছেন।

অবশ্য এই ঘটনাকে পুরো যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি বলে দেখা হচ্ছে না। রিডিং শহরের ঘটনায় ২৫ বছর বয়সী খাইরি সাদাল্লাহ নামের একজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। খাইরি লিবিয়ার একজন নাগরিক।

এই হামলার ঘটনার কোনো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম শেয়ার না করার অনুরোধ করেছে যুক্তরাজ্যের পুলিশ। প্রধানমন্ত্রী বরিস জনসন এ হামলার নিন্দা জানিয়েছেন এবং এ থেকে নতুন শিক্ষা পাওয়ার কথা জানিয়েছেন।