হাসপাতাল থেকে করোনা রোগীকে ফেরালেই কঠোর শাস্তি, নির্দেশ পশ্চিমবঙ্গে

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

করোনা রোগীকে পশ্চিমবঙ্গের সরকারি বা বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দিলে এবার কঠোর শাস্তি দেওয়া হবে। সেটা সরকারি বা বেসরকারি হাসপাতাল যেখানেই হোক। গতকাল মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা হয়েছে এ নির্দেশ।

পশ্চিমবঙ্গে এখন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৭৯টি হাসপাতালে চলছে করোনা ভাইরাসের চিকিৎসা। কিন্তু নিয়মিত বিভিন্ন হাসপাতাল থেকে করোনা রোগীদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

তাই রাজ্য সরকারের পক্ষ থকে বলা হয়েছে, করোনা রোগীদের ভর্তি নিয়ে কোনও হয়রানি করা চলবেনা। রোগী ভর্তি করতে হবে সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে। ফিরিয়ে দেওয়া যাবেনা।

সরকারি এবং বেসরকারি হাসপাতালের জন্য দুটি পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে রোগী প্রত্যাখানের অভিযোগ এলে ওই বেসরকারি হাসপাতালের লাইসেন্স সাসপেন্ড করা হবে আইন মাফিক। আর সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটলে ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের জন্য সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।