ব্রাজিলের প্রেসিডেন্টকে মাস্ক পরার নির্দেশ আদালতের

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ছবি: রয়টার্স
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ছবি: রয়টার্স

রাজধানী ব্রাসিলিয়ার জনসমাগমের স্থানগুলো ও আশপাশের এলাকায় যাওয়ার সময় সুরক্ষিত মাস্ক পরতে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে করোনাভাইরাস মহামারির ঝুঁকিকে খাটো করে তুলে ধরার জন্য তিক্ত সমালোচনার মুখে পড়েন বলসোনারো।

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ভীষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালেও এই মহামারি শুরুর প্রথম দিকে প্রেসিডেন্ট বলসোনারো এক সাধারণ ঠান্ডা বলে উড়িয়ে দিয়েছিলেন।

দেশে সংক্রমণ পরিস্থিতি এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো সত্ত্বেও প্রেসিডেন্ট বলসোনারো বারবারই মাস্ক না পরে জনসমক্ষে হাজির হচ্ছেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে ভিড় করছেন তাঁর সমর্থকেরা। 
ফেডারেল বিচারপতি রেনাটো বোরেলি এখন যে আদেশ দিলেন, তাতে প্রেসিডেন্ট বলসোনারোও এ জরিমানার হাত থেকে রেহাই পাবেন না। 
বিচারপতির আদেশ অনুযায়ী, প্রেসিডেন্ট ও অন্য যেকোনো সরকারি কর্মকর্তা ওই বিধান উপেক্ষা করলে তাঁকেও একই অর্থের জরিমানা গুনতে হবে।