পশ্চিমবঙ্গে খোলা বাজারে আসছে অ্যান্টিজেন কিট

প্রতীক ছবি। ছবি: রয়টার্স
প্রতীক ছবি। ছবি: রয়টার্স

পশ্চিমবঙ্গের খোলা বাজারে আসছে করোনার নমুনা পরীক্ষার অ্যান্টিজেন কিট। এই কিটের নাম ‘কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট কিট’।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে এই কিট খোলা বাজারে পাওয়া যাবে।

এই কিট খোলা বাজারে এলে বাড়িতে বসেই করোনা পরীক্ষা করা যাবে। মূলত উপসর্গহীন বা মৃদু উপসর্গের রোগীদের করোনা শনাক্তে এই কিট কাজে দেবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর ১০ হাজার অ্যান্টিজেন কিট কিনেছে। এই কিট এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

ইতিমধ্যে এই কিট উৎপাদন ও বিপণনে ছাড়পত্র পেয়েছে ৮টি দেশীয় সংস্থা।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে এই কিট ব্যবহারের যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা হবে। এ জন্য তৈরি হবে একটি অ্যাপ। সেখানেই সব তথ্য জমা হবে। এ ছাড়া অবিক্রিত কিটের হিসাবও রাখা হবে।

রাজ্যের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেন, কয়েকটি সংস্থাকে একই সময়ে খোলা বাজারে কিট বিক্রির অনুমতি দিলে দাম কমে আসবে। এখন একটি কিটের দাম পড়বে সাড়ে ৪০০ রুপি। পরে উৎপাদন বাড়লে দাম কমে আসবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গাইডলাইন মেনে প্রথমে এই কিট রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা হবে। পরে ব্যবহার করা হবে রাজ্যের কনটেনমেন্ট জোন এলাকায়। তখনই স্পষ্ট হবে এই কিটের গুণগত মান।