করোনায় আতঙ্কের নগর হয়ে উঠেছে কলকাতা

কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় করোনার সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছে না; বরং দিন দিন তা বাড়ছে। এতে গোটা কলকাতা আতঙ্কের নগরে পরিণত হয়েছে।

গতকাল রোববার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৯৫ জন। এর মধ্যে শুধু কলকাতা নগরে সংক্রমিত হয়েছেন ২৪৪ জন। এদিন রাজ্যে মারা গেছে ২১ জন। করোনামুক্ত হয়েছেন ৫৪৫ জন।

২৪ ঘণ্টায় রাজ্যের ২৩ জেলার মধ্যে কোচবিহার, কালিম্পং ও বীরভূমে কেউ সংক্রমিত হননি। মৃত্যুর ঘটনাও ঘটেনি।

গোটা পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১২৬ জন। মারা গেছেন ৭৫৭ জন। মোট সুস্থ ১৪ হাজার ৭১১ জন।

রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যায় এগিয়ে কলকাতা। এখানে মোট মারা গেছেন ৪১৮ জন। এরপর উত্তর ২৪ পরগনায় ২১৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন, হাওড়ায় ১১১ জন ও হুগলিতে ৬২ জন।

কলকাতার অতি সংক্রমিত বা কনটেনমেন্ট জোনের মধ্যে এখন উল্টোডাঙ্গা, বাগবাজার, মুচিবাজার, সুঁরির বাগান, কাঁকুরগাছি, কাঁদাপাড়া, আলীপুর, ভবানীপুর, গাঁজাপার্ক, টালিগঞ্জ, পদ্মপুকুর, জাজেট কোর্ট, মুকুন্দপুর, লেক টেরেন্স, পূর্বালোক এলাকায় করোনার প্রতাপ বেশি। ফলে করোনার আতঙ্কে ভুগছে গোটা কলকাতা।

কলকাতার কনটেনমেন্ট জোনে এখনো অনেকটা লকডাউনের আবহ রয়েছে। তবে অন্য এলাকায় ঝুঁকির মধ্যেও চলাচল অব্যাহত আছে। সবাই বলছে, করোনার আতঙ্ক আছে। কিন্তু পেট রক্ষার জন্য ছুটতে হচ্ছে।

গতকাল রাজ্যের ৪টি কারাগারে কর্মকর্তা, কর্মী ও আবাসিক মিলে ২৯ জন সংক্রমিত হয়েছেন। এ কারণে কারাগারেও একধরনের আতঙ্ক বিরাজ করছে।