অস্ট্রেলিয়ার উপনির্বাচনে সরকারি দলের হার

নির্বাচনী প্রচারে ক্রিস্টি মেকবেইন। ছবি: ফেসবুক
নির্বাচনী প্রচারে ক্রিস্টি মেকবেইন। ছবি: ফেসবুক

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার আলোচিত ফেডারেল সরকারের উপনির্বাচন। নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইডেন-মোনারো নির্বাচনী অঞ্চলের এই নির্বাচনে দেশটির বর্তমান লিবারেল সরকারের প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন বিরোধী দলের প্রার্থী।

সোমবার বিরোধী দল লেবার পার্টির প্রার্থী ক্রিস্টি মেকবেইনের আনুষ্ঠানিক নির্বাচনে জয় নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। মোট ভোটের ৮০ শতাংশ গণনার পরই বিরোধী দলের জয়ের কথা সামনে আসে।

অন্যদিকে সরকারি দল লিবারেল পার্টির প্রার্থী ফিয়োনা কটভোজস এক হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান। জয়ের পথে লেবার পার্টির প্রার্থী মোট ভোট পান ৫০.৪ শতাংশ, আর সরকার দলের প্রার্থী পান ৪৯.৬ শতাংশ। ভোট গণনার শুরুর দিকে সরকারি দল এগিয়ে থাকলেও দুই দলের পছন্দের (প্রিপারেনশিয়াল) ভিত্তিতে এগিয়ে যায় বিরোধী দল।

দেশটির বিরোধী নেতা অ্যান্থনি অ্যালবানিজ এই নির্বাচন সরাসরি দেখভাল করেছেন। গত বছরের ফেডারেল নির্বাচনের পরে বিরোধীদলীয় নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম নির্বাচনী পরীক্ষা।

বিরোধী দল লেবার পার্টির সাংসদ মাইক কেলির পদত্যাগের পর এই উপনির্বাচনের সূত্রপাত। কেলি অসুস্থ বলে গত ৩০ এপ্রিল পদত্যাগ করেন।