করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলবোর্ন লকডাউন

মেলবোর্নের ৫০ লাখের বেশি মানুষ লকডাউনের আওতায় থাকবে। ছবি: এএফপি
মেলবোর্নের ৫০ লাখের বেশি মানুষ লকডাউনের আওতায় থাকবে। ছবি: এএফপি

নতুন করে করোনার সংক্রমণের মুখে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন লকডাউন করা হয়েছে। মেলবোর্ন শহরে করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। এ নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে তারা লকডাউনের মতো ব্যবস্থা নিল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটিতে গত ২৪ ঘণ্টায় ১৯১ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার কর্তৃপক্ষ এই লকডাউন ঘোষণা করে। ছয় সপ্তাহ লকডাউন চলবে। এতে মেলবোর্নের ৫০ লাখের বেশি মানুষকে লকডাউনের আওতায় থাকতে হবে।

স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে লকডাউন কার্যকর হবে। অন্তত ছয় সপ্তাহ এই লকডাউন বলবৎ থাকবে।

অধিবাসীদের সতর্ক করে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ‘আমরা এমন কথা বলতে পারি না যে করোনা সংকটের সমাপ্তি ঘটেছে।’


শহরে ভবিষ্যতে আরও করোনা সংক্রমিত রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ড্যানিয়েল অ্যান্ড্রুজ।