কলকাতায় করোনার সংক্রমণ থামছে না

কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার অতি সংক্রমিত এলাকায় লকডাউন বহাল রয়েছে। তা সত্ত্বেও থামছে না করোনার সংক্রমণ ও মৃত্যু। এতে কলকাতায় করোনা-আতঙ্ক বাড়ছে। করোনার সংক্রমণের কারণে পশ্চিমবঙ্গের সব কনটেনমেন্ট জোনের লকডাউন ১৫ জুলাই থেকে বাড়িয়ে ১৯ জুলাই পর্যন্ত করা হয়েছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের গতকাল মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৫২৪ জন। মারা গেছেন ৭ জন। গতকালই ছিল কলকাতায় সংক্রমণের সর্বাধিক সংখ্যা।
২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে সংক্রমিত হন ১ হাজার ৩৯০ জন। মারা যান ২৪ জন।

রাজ্যে মোট সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮ জন। মোট মৃতের সংখ্যা ৯৮০ জন।
গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। সুস্থতার হার এখন ৬০ দশমিক ৬৯ শতাংশ।

রাজ্যে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৫৪০ জনের।গত ২৪ ঘণ্টায় রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহার জেলায় করোনার কোনো সংক্রমণ বা মৃত্যুর ঘটনা ঘটেনি।১৬ জুলাই থেকে উত্তর চব্বিশ পরগনার জেলা শহর বারাসাতকে পুরো লকডাউনের আওতায় নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

হাওড়ার উলবেড়িয়া ও হুগলির শ্রীরামপুর পৌরসভার কর্মীদের করোনার সংক্রমণ হওয়ায় ওই দুটি পৌরসভার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।নতুন করে উত্তরবঙ্গের ৫ জেলা শহরে বৃহস্পতিবার থেকে ৭ দিনের লকডাউন বহাল করা হচ্ছে। এই পাঁচটি শহর হলো জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি।