ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, গণহারে টিকা প্রয়োগের প্রস্তুতি চলছে: রুশ স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস ঠেকাতে আসন্ন অক্টোবরেই গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে দাবি করেছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে। এটা এখন সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসেই রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভ্যাকসিনের অনুমোদন দেবে। করোনাভাইরাস ঠেকাতে বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২০টির বেশি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখো জানিয়েছেন, প্রথমে চিকিৎসক ও শিক্ষকদের এই ভ্যাকসিন দেওয়া হবে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। এখন অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে। রুশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্টোবরেই আমরা বিস্তৃত পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিচ্ছি।’

কিছু বিশেষজ্ঞ অবশ্য ভ্যাকসিন নিয়ে রাশিয়ার দ্রুতগতির এই উদ্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি আশা প্রকাশ করেন, রাশিয়া ও চীন মানবদেহে প্রয়োগের আগে ‘ভ্যাকসিন সত্যিকার অর্থেই পরীক্ষা’ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন ‘নিরাপদ ও কার্যকর’ হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে। ফাউসি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে ভ্যাকসিন তৈরির দিক থেকে কোনো দেশ আমাদের চেয়ে এগিয়ে আছে। কিংবা এই ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে হবে।’