পশ্চিমবঙ্গে করোনায় মোট ৯ চিকিৎসকের মৃত্যু

ভারতে চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, দেশজুড়ে দেড় হাজার চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৭৫ জন চিকিৎসক। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আজ বৃহস্পতিবার কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আইএমএর রিপোর্ট অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন তামিলনাড়ুতে। এই সংখ্যা ৪৩। মহারাষ্ট্রে মারা গেছেন ২৩ জন। গুজরাটে ২০ জন। বিহার ১৫ জন, কর্ণাটক ১২ জন, উত্তর প্রদেশে ১১ জন চিকিৎসক মারা গেছে।

আইএমএর সাবেক সভাপতি ও তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তনু সেন বলেছেন, কোভিডের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছেন চিকিৎসকেরা। কিন্তু দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলে দিয়েছে, চিকিৎসকদের নিজেদের সুরক্ষার বিষয়টি নিজেদেরই ভাবতে হবে। এ কারণে চিকিৎসকদের ঝুঁকি বাড়ছে।

শান্তনু সেন বলেন, পশ্চিমবঙ্গে চিকিৎসকদের জন্য ন্যায্যমূল্যের ওষুধের দোকানে পিপিই রাখা হয়েছে। চিকিৎসকদের স্বাস্থ্যবিমার যথাযথ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চিকিৎসকদের পরিবারের পাশে থাকারও ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।