সুস্থের শরীরে করোনা ফেরায় শঙ্কিত পশ্চিমবঙ্গবাসী

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনায় সুস্থ হওয়া রোগীদের দ্বিতীয়বারের মতো করোনার সংক্রমণ দেখা দেওয়ায় পশ্চিমবঙ্গে উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যে কলকাতা এবং জলপাইগুড়িতে দ্বিতীয়বারের মতো সংক্রমণের ঘটনা ঘটেছে। রাজ্য সরকার ঘোষিত সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন আজ শনিবার এ উদ্বেগ আরও বেড়েছে।

সুস্থ হওয়ার পর আবার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। সেখানকার স্বাস্থ্যকর্মী সুমন সরকার গত ৫ জুন করোনায় সংক্রমিত হয়ে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন। ১২ জুন হাসপাতাল থেকে ছাড়া পান। ১৪ জুলাই ফের তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ২২ জুলাই তিনি আবার ভর্তি হন হাসপাতালে। টানা ১০ দিন চিকিৎসা শেষে করোনামুক্ত হয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সুমনের মতো আরও দুজন জলপাইগুড়িতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানকার ডেপুটি সুপার ১৯ জুনের পর ৩০ জুলাই আবার আক্রান্ত হয়েছেন। হাসপাতালে এ রকম আরও দুজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে জুলাই মাসের শেষ দিকের মতো আগস্ট মাসেও সপ্তাহে দুদিন করে পুরোমাত্রায় লকডাউন চলবে। সে অনুযায়ী আগস্টের প্রথম দিনের লকডাউন গত বুধবার পালন করা হয়েছে। আজ শনিবার দ্বিতীয় দিনের লকডাউন পালিত হচ্ছে। লকডাউনে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ছাড়া যোগাযোগব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।