পশ্চিমবঙ্গে করোনায় প্রবীণদের মৃত্যু বেশি

পশ্চিমবঙ্গে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে ষাটোর্ধ্ব ব্যক্তিরা। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্র এই তথ্য জানিয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানায়, পশ্চিমবঙ্গে গতকাল রোববার পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পঁচাত্তরোর্ধ্ব ৪২৪ জন। ৬১ থেকে ৭৫ বয়সী ৮৫৩ জন। ৪৬ থেকে ৬০ বছর বয়সী ৬০২ জন। ৩১ থেকে ৪৫ বছর বয়সী ১৪৮ জন। ১৬ থেকে ৩০ বছর পর্যন্ত ২৫ জন। ১ থেকে থেকে ১৫ বছর পর্যন্ত ৭ জন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৩৯ জন। মারা গেছেন ৫৪ জন।

এ নিয়ে রাজ্যে করোনায় সংক্রমিত হলেন ৯৫ হাজার ৫৫৪ জন। সব মিলিয়ে মারা গেলেন ২ হাজার ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ৬১৫ জন। মারা গেছেন ২১ জন।

গতকাল রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ১২০ জন।

এখন পশ্চিমবঙ্গে হোম আইসোলেশনে আছেন ১৮ হাজার ৮৫৭ জন। সেফ হোমে আছেন ১ হাজার ৫৫৮ জন।

রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৯৬০ জন।