গণবিয়ের আয়োজন

১ / ৭
ভারতের গুজরাটের সুরাটে আয়োজন করা হয়েছে গণবিয়ের। বিয়ের অনুষ্ঠানের আগে কনেদের একাংশ সেলফি তোলায় ব্যস্ত। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
ভারতের গুজরাটের সুরাটে আয়োজন করা হয়েছে গণবিয়ের। বিয়ের অনুষ্ঠানের আগে কনেদের একাংশ সেলফি তোলায় ব্যস্ত। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
২ / ৭
বাবা নেই এমন ২৬১ মেয়ের জন্য গণবিয়ের আয়োজন করে দাতব্য সংস্থা পিপি সাভানি ও মোভালিয়া গ্রুপস। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
বাবা নেই এমন ২৬১ মেয়ের জন্য গণবিয়ের আয়োজন করে দাতব্য সংস্থা পিপি সাভানি ও মোভালিয়া গ্রুপস। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৩ / ৭
বিয়ের অনুষ্ঠান শুরুর আগে হাস্যোজ্জ্বল এক কনে। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
বিয়ের অনুষ্ঠান শুরুর আগে হাস্যোজ্জ্বল এক কনে। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৪ / ৭
গণবিয়েতে অংশ নেওয়া ২৬১ কনের বেশির ভাগই হিন্দু সম্প্রদায়ের। ছয় কনে মুসলমান এবং তিন কনে খ্রিষ্টান। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
গণবিয়েতে অংশ নেওয়া ২৬১ কনের বেশির ভাগই হিন্দু সম্প্রদায়ের। ছয় কনে মুসলমান এবং তিন কনে খ্রিষ্টান। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৫ / ৭
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খ্রিষ্টান ও মুসলমান বর-কনের দল। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খ্রিষ্টান ও মুসলমান বর-কনের দল। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৬ / ৭
নতুন জীবনের স্বপ্ন চোখে স্বামীর অপেক্ষায় এক কনে। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
নতুন জীবনের স্বপ্ন চোখে স্বামীর অপেক্ষায় এক কনে। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৭ / ৭
বাবা নেই বলে আনন্দ উল্লাসে বিয়ে হবে না—এটা মেনে নিতে পারেনি দাতব্য সংস্থা পিপি সাভানি ও মোভালিয়া গ্রুপস। তাই এমন ২৬১ মেয়ের জন্য গণবিয়ের আয়োজন করেছে তারা। কমতি রাখেনি কিছুর। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
বাবা নেই বলে আনন্দ উল্লাসে বিয়ে হবে না—এটা মেনে নিতে পারেনি দাতব্য সংস্থা পিপি সাভানি ও মোভালিয়া গ্রুপস। তাই এমন ২৬১ মেয়ের জন্য গণবিয়ের আয়োজন করেছে তারা। কমতি রাখেনি কিছুর। সুরাট, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি