খুঁজে বেড়াই

বাবা, তুমি ছিলে যখন

আমার মতো, খোকা

তখন আমি কোথায় ছিলাম

কী নাম ছিল আমার?

বলো      কী নাম ছিল তোমার?

বাবা বলল, ‘কী বলব রে

কুসুমডাঙার জঙ্গলে তুই

ছিলি একটা পোকা—

নামও ছিল—জোনাকবাবু

সন্ধেবেলার বনে

আগুন জ্বেলে উড়ে বেড়াতিস

তোর কি আছে মনে?

‘মনে পড়েছে মনে পড়েছে

জোনাক ছিলাম, তবে

তখন কি আর জানতাম যে

আবার দেখা হবে

তোমার সাথে-মায়ের সাথে

আবার লুকোচুরি

ইচ্ছেমতো, ভাল্লাগে তাই

ফড়িং হয়েও ঘুরি...

ফড়িং আমি উড়তে পারি

তুমিও ফড়িং, বাবা

আজ বিকেলে পার্কে যাব

মাকেও নিয়ে যাবা?

মা পাবে কই, বোকা বাবা

আমিও কেমন বোকা

বাবা তুমি আদৌ ছিলে

আমার মতো খোকা?!

একটি ফড়িং খুঁজে বেড়াই

     সেই ফড়িংটা মা

উড়ে গেছে না মরে গেছে

     বাবাও জানে না

অলংকরণ: জুনায়েদ