অবসরে চিন্তা করি

তাহসিফ শাহরিয়ার
তাহসিফ শাহরিয়ার

তাহসিফ শাহরিয়ার

দশম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। (স্কুলের তারকা, নভেম্বর- ২০১৩)

খুব সাদাসিধে, শান্ত আর হাসিমুখের ছেলেটাকে দেখলে বোঝাই যায় না কত্ত রকম প্রতিভার আধার সে। খুব ছোটবেলায়ই  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সৃজনশীল কাজে সে  শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। এতসব অর্জনের মধ্যে তার মুখে অবশ্য শোনা যায় শুধু বাদ্যযন্ত্রের সঙ্গে সখ্যের কথা। হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, তবলা, হারমোনিয়াম কিংবা কি-বোর্ড—সবকিছুর সঙ্গেই যেন তার বন্ধুত্ব। এই তো শিশু একাডেমীতে পর পর পাঁচ বছর সে বাগিয়ে নিয়েছে গিটার বাজানোর প্রথম পুরস্কার, অংশ নিয়েছে একাধিক টিভি শোতে। তবে কেবল বাদ্যযন্ত্রেই তার মেধা সীমাবদ্ধ নয়; গান, আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা—প্রতিটি ক্ষেত্রেই স্কুলের বার্ষিক পুরস্কার বরাবর বাঁধা থাকে তার জন্য। স্কুলের মেধাতালিকায় প্রথমে থাকা ছেলেটি গত বছর জিতে নিয়েছে গণিত অলিম্পিয়াডের বিভাগীয় চ্যাম্পিয়নের পুরস্কার। এ ছাড়া তার তীক্ষ্নবুদ্ধির পরিচয় পাওয়া যায় বিতর্কের অর্জনগুলোতে। স্কুলের বনশ্রী শাখার বিতর্ক ক্লাবের প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ভাইস প্রেসিডেন্ট এই বিতার্কিকের ঝুলিতে আছে বহু বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হওয়ার সম্মান। জেএসসিতে জিপিএ-৫ পাওয়া এই কৃতী ছাত্রের এসএসসির প্রস্ত্ততিও চলছে বেশ  জোরেশোরে। তবে দিনশেষে তার জন্য সবচেয়ে বড় গৌরবের জায়গা হয়ে দাঁড়ায় শিক্ষক ও অগ্রজদের অকৃত্রিম ভালোবাসা ও অনুজদের অমলিন শ্রদ্ধা। আমাদের এবারের স্কুলের তারকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচিত মুখ তাহসিফ শাহরিয়ার।

প্রিয় খাবার:

বাদাম

প্রিয় শখ:

সাইক্লিং, সাঁতার

প্রিয় লেখক:

এত এত প্রিয় লেখক আছে যে বলে শেষ করা যাবে না!

যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো—

এমআইটি

অবসর সময়ে কী করো?

চিন্তা করি

জীবনে কার আদর্শ অনুসরণ করতে চাও?

লালন শাহ

দেশের জন্য কিছু করার সুযোগ পেলে কী করবে?

এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে চাই, যাতে দেশের শ্রমজীবী মানুষের শ্রম লাঘব হয়