কত্ত বড় নাম!

 স্কুলে একদিন অসুস্থ হয়ে পড়ল কারিন। চলে এল বাসায়। মা বিখ্যাত লেখক অ্যাসট্রিড লিনগ্রেইন তো চিন্তায় অস্থির। কারিন বলল, ‘মা, একটা গল্প লেখো! যেটা পড়লে আমি সেরে উঠব।’ সেই থেকে অ্যাসট্রিড লিখতে শুরু করলেন  পিপ্পি লংস্টকিং  বইটি। এরপর আরও অনেকগুলো পর্ব লিখেছেন এই সুইডিশ লেখক। মজার বিষয় হলো গল্পের মূল চরিত্র পিপ্পির আসল নাম কি জানো? পিপ্পিলোটা ডেলিক্যাটেসা উইনডোশেড ম্যাকরেলমিন্ট এফরেইমস ডটার লংস্টকিং!