'সুপার হিরো চরিত্র বানাতে চাই'

মেহ্‌নাজ মুমতাহিনা

এসএসসি পরীক্ষার্থী, হলিক্রস গার্লস হাইস্কুল, ঢাকা (স্কুলের তারকা, মার্চ-২০১৪)

বাবার সংগ্রহে ছিল গিটার। ঠিকমতো সেটা ধরতে না পারলেও ছোটবেলায় গিটারের তারে হাত বুলিয়ে টুং টাং করাতে কোনো বাধা ছিল না। তারপর বাবার কাছেই শিখতে বসে গেল মেহ্‌নাজ। গিটার বাজাবে আর গান করবে না, তা তো হয় না! তাই গান গেয়েই এখন সে মাতিয়ে রাখে বন্ধুমহল। বাজাতে পারে বাঁশিও। হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই কিশোর গায়িকা ২০১১ সালে গানের জন্য শিশুকল্যাণ পরিষদ থেকে অর্জন করেছে প্রথম পুরস্কার।

শুধু গানই নয়, নাচ, অভিনয় আর আবৃত্তিও মেহ্‌নাজের প্রাণ। অভিনয় করছে বহুবচন থিয়েটারের নিয়মিত সদস্য হিসেবে। টেলিভিশন দেখে নাচতে গিয়ে ছোটবেলায় শোকেসের কাচ ভেঙে ফেললেও একুশে টেলিভিশনের স্কুলভিত্তিক নাচের প্রতিযোগিতা ‘ধুম তা না’র দলগত চ্যাম্পিয়ন হয়েছে সে। আবার নান্দনিক সাংস্কৃতিক সংঘের নাচ, গান, অভিনয় আর আবৃত্তিতে বিজয়ী হওয়ার মাধ্যমে অর্জন করেছে চ্যাম্পিয়ন পদক। মালয়েশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে অংশ নিয়েছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে।

যুক্তিতর্কের দিক থেকেও পিছিয়ে নেই মেহ্‌নাজ। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত স্কুল বির্তকে হয়েছে বিজয়ী। আর সুবক্তা ডিবেটিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় রানারআপ। একক ও দলগতভাবে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম কুইজ ক্লাবের কুইজে। আর প্রোগ্রেস ওয়েলফেয়ার আয়োজিত স্বাধীনতা কুইজে অর্জন করেছে দ্বিতীয় পুরস্কার।

মেহ্‌নাজ খেলাধুলায়ও অংশগ্রহণ করে নিয়মিত। স্কুলের বার্ষিক ভলিবল খেলায় হয়েছে রানারর্সআপ। এ ছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের রচনা প্রতিযোগিতায় ২০১১ সালে ঢাকা বিভাগে চতুর্থ হয়েছে সে। নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য অর্জন করেছে জাতিসংঘের বিশেষ সম্মাননা পুরস্কার।

প্রিয় ব্যক্তিত্ব

জর্জ বার্নাড শ। হীনম্মন্যতায় ভোগা থেকে যেভাবে তিনি স্বশিক্ষিত হয়ে উঠেছিলেন, সেটা প্রেরণাদায়ক।

ভালো লাগে...

গল্পের বই সংগ্রহ করতে এবং পড়তে।

প্রিয় লেখক

সুনীল গঙ্গোপাধ্যায়, হেনরি রাইডার হ্যাগার্ড

যে বই বারবার পড়া হয়

সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজ

স্কুলজীবনের মজার স্মৃতি

এক প্রতিযোগিতায় আমরা জিতেছিলাম। কিন্তু প্রতিপক্ষ দল হেরে যাওয়ায় তাদের জন্য কেঁদে দিয়েছিলাম।

স্কুলের ভালো দিক

শৃঙ্খলার প্রতি সচেতনতা

বন্ধুদের কাছে যে কারণে প্রিয়

বন্ধুদের ব্যবহারিক ক্লাসের ছবি এঁকে দিয়ে আড্ডার সুযোগ করে দিই।

কোন কাজটা সব সময় করতে চাও?

কাজের মাধ্যমে মা-বাবার সন্তুষ্টি অর্জন

দেশকে নিয়ে যা স্বপ্ন দেখো

মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করার স্বপ্ন দেখি

অবসরে কী করো?

লেখাপড়ার বাইরের কাজগুলো সুন্দরভাবে সামলানোর জন্য পরিকল্পনা করি

সবচেয়ে অপছন্দের কাজ

কারও কাছ থেকে মিথ্যা কথা শুনতে আমি একদম পছন্দ করি না

প্রিয় শিক্ষক

তানিয়া মেরী গোমেজ, তিনি কঠিন সব বিষয় সহজ করে বুঝিয়ে দেন!

প্রিয় খেলা

ভলিবল

এমন যদি হতো...

ভালো কাজের জন্য কেউ কাউকে পরামর্শ দিতে হতো না, নিজের ভালো নিজেরাই বুঝে সেভাবে কাজ করত!

জীবনের আদর্শ

বড় বোন

অসম্ভব (যেমন সুপারম্যান, স্পাইডারম্যান হওয়ার মতো) কোনো স্বপ্ন আছে কি?

আমি নিজে কোনো সুপার হিরো চরিত্র বানাতে চাই