শুভ জন্মদিন (এপ্রিল)

 হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন

 রূপকথার রাজপুত্র বলা হয় তাঁকে। ছোটবেলায় তাঁর রূপকথা পড়েনি বা শোনেনি—এমন কাউকে খঁুজে পাওয়া কঠিন। অ্যান্ডারসেনের  দ্য লিটল মারমেইড দ্য আগলি ডাকলিং দ্য এমপেররস নিউ ক্লথ সহ আরও অনেক রূপকথা অনূদিত হয়েছে ১২৫টির বেশি ভাষায়। মজার বিষয় হলো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে অ্যান্ডারসেনের জীবনের দারুণ মিল! বিশেষ করে শৈশব-কৈশোরের সময়টুকু। ১৮০৫ সালের ২ এপ্রিল ডেনমার্কের ওডেনসে জন্ম অ্যান্ডারসেনের। অল্প বয়সেই বাবাকে হারানোর পর অনেক কষ্ট করতে হয়েছিল তাঁকে। শৈশবেই জীবিকার তাগিদে কাজ করেছেন তাঁতি ও দরজি হিসেবে। ১৪ বছর বয়সে চলে যান কোপেনহেগেনে। সুরেলা কণ্ঠস্বর থাকায় সুযোগ পান রয়্যাল ড্যানিশ থিয়েটারে। কিন্তু কৈশোরে কণ্ঠ পরিবর্তন হওয়ায় তাঁর এক সহকর্মী কবিতা লিখতে উৎসাহ দেন। সেই থেকে পুরোদমে লেখালেখি শুরু করেন অ্যান্ডারসেন।