আকাশ থেকে দেখা গাজীপুরের শালবন

 ওপর থেকে দেখতে সবকিছুই খুব অন্য রকম লাগে। একদম চেনা জায়গাটাও কেমন অচেনা হয়ে যায়। কারণ আমরা কখনো ওপর থেকে কোনো একটা জায়গাকে এভাবে দেখে অভ্যস্ত না।

২০০২ সালের কথা। তখন আমি বোয়িং ৭৩৭-৮০০ চালাই। পাঁচ মিনিট হলো ঢাকা রানওয়ের মাটি ছেড়েছি। গন্তব্য কুয়ালালামপুর। উচ্চতা ২০ হাজার মিটার। বিমানের কন্ট্রোল অটো পাইলটে দিয়ে একটু থিতু হয়ে বসে নিচে তাকিয়ে দেখি খুবই অচেনা একটা জায়গা। একটু লক্ষ করতেই দেখি জায়গাটা মোটেও অচেনা না। এ তো আমাদের গাজীপুর। 

সেই পরিচিত সবুজ মাঠ, মাঠের মাঝখানে একটা পুকুর, তার পাশ দিয়ে একটি সরু মেঠোপথ গ্রামের দিকে চলে গেছে। নদী কানায় কানায় পূর্ণ। পানি খুব ঘোলা। নদীর বাঁ পাশে ঘন সবুজ গাছ, মাঝে মাঝে গাছের ফাঁকা দিয়ে গ্রামের বাড়ির অংশবিশেষ দেখা যাচ্ছে। ছবিটা তুলতেই চোখে পড়ল বিখ্যাত শালবন। আমি ঠিক বনের ওপর দিয়ে উড়ে চলছি। জলদি ছবিটা তুলে নিলাম। শালগাছে নতুন পাতা এসেছে, তাই বন খুব উজ্জ্বল সবুজ লাগছিল।