হাসিখুশি (এপ্রিল-২০১৪)

বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?

ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।

বাবা: বাহ্‌! বাকিগুলো সঠিক হয়েছে?

ছেলে: না, বাকিগুলো তো লিখতেই পারিনি।

আতিকুর রহমান, নটরডেম কলেজ, ঢাকা

শিক্ষক: পুষ্প, বলো তো তোমার নামের অর্থ কী?

পুষ্প: ফুল, ম্যাডাম।

শিক্ষক: গুড। তাহলে এবার পাঁচটি ফুলের নাম বলো তো।

পুষ্প: বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেটফুল, হাউসফুল আর আশরাফুল।

সংগ্রহে: কাওমী চাঁদনী, দশম শ্রেণী, বিল্যাহ্‌ শহীদ ইয়াকুবিয়া উচ্চবিদ্যালয়, জয়পুরহাট

: প্রথমে আমাকে অ্যাপেনডিসাইটিস ধরল। তার পরে টনসিলাইটিস। তার পরে আবার ডায়রিয়া ধরল।

: সর্বনাশ! তাহলে তোর শরীরের অবস্থা শেষ।

: আরে না। আমি ক্লাসে ইংরেজি বানান ধরার কথা বলছি।

সংগ্রহে: লামিয়া মুনতাহা, ব্রিটিশ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।