কিআ কেন্দ্রীয় বুক ক্লাব (ফেব্রুয়ারী ২০১৮)

১৪ জানুয়ারি কিশোর আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল কেন্দ্রীয় বুক ক্লাবের এ বছরের প্রথম সভা। লেখক জাহীদ রেজা নূরের উপস্থিতিতে শুরু হয় এ মাসের সভা। প্রথমেই তিনি সত্যজিত্ রায়ের লেখা সোনার কেল্লা উপন্যাস নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ক্লাবের সদস্য আকিব, ফিদা, সারাহ আর সোয়ারার কাছ থেকে উপন্যাস সম্পর্কে মতামত জানতে চান। জাহীদ রেজা নূর বলেন, তোমার স্বপ্নটাকে গল্পের সঙ্গে মিশিয়ে দেখো, দেখবে প্রতিটি জীবনই একেকটি উপন্যাস। 

আলোচনা শেষে তাঁর বিদায়ের পর কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম পরিচয় করিয়ে দেন লেখক আসিফ মেহেদীর সঙ্গে। আসিফ মেহেদী এবারের বইমেলায় তাঁর প্রকাশিতব্য বই গিগাবাইটের দৈত্য সম্পর্কে জানান। তারপর বই আদান-প্রদান করার মাধ্যমে বছরের প্রথম সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বুক ক্লাবের এ মাসের সভা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, দুপুর ২.৪৫ মিনিটে। একটি বই নিয়ে চলে এসো, বই আদান-প্রদানের মানসিকতা থাকতে হবে। এবারের সভায় আলোচনা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা দি গ্রেট বইটি নিয়ে। 

লেখা: ইসহাক কাদের ও আহনাফ আবিদ সিয়াম
ছবি: নাজিয়া পারভীন