বরিশাল কিআ বুক ক্লাবের বসন্তবরণ (মার্চ ২০১৮)

৯ ফেব্রুয়ারি বরিশাল কিআ বুক ক্লাবের সদস্যরা বসন্তবরণের জন্য রসুলপুর নামক একটি এলাকায় যায়। দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এই এলাকার মানুষের সুযোগ হয়ে ওঠে না তাঁদের ছেলেমেয়েদের অনেক ইচ্ছা পূরণের। শুক্রবারের সকালটা সদস্যরা তাদের সঙ্গেই কাটায়। বই পড়তে প্রচণ্ড আগ্রহী, এমন ২৫-৩০ জন শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হয় ৫০টি বই। তারা পরিচিত হয় কিশোর আলোর সঙ্গে।

১৬ ফেব্রুয়ারি বেলা তিনটায় অনুষ্ঠিত হয় ক্লাবের মাসিক সভা। বসন্ত উপলক্ষে পুরো সভাকক্ষ সেজে ওঠে বসন্তের সাজে। বাসন্তী সাজে আসা ক্লাব সদস্যরা হাতে বানানো ঘুড়ি, রঙিন কাগজের ফুল, গাছ, পাখা ইত্যাদি দিয়ে তৈরি করে ফেলে বসন্তের এক সুন্দর আমেজ। এবারের সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান। সদস্য মালিহা, অবন্তী, তানিম ও ইয়াফি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রাঘব বাবুর বাড়ি, জাফর ইকবালের রাশা, জহির রায়হানের আরেক ফাল্গুন এবং স্টিফেন সবোস্কির দ্য পার্কস অব বিয়িং আ ওয়ালফ্লাওয়ার বই নিয়ে আলোচনা করে। পরে ক্লাব সদস্যরা নৃত্য ও  দলীয় সংগীত পরিবেশন করে। সভার শেষে যোগ দেয় মিরর দ্য ব্যান্ড। ব্যান্ডের গান ও বই আদান-প্রদানের মাধ্যমে শেষ হয় সভা।

এ মাসের সভা অনুষ্ঠিত হবে ১৬ মার্চ, বেলা তিনটায়, বরিশালের প্রথম আলো কার্যালয়ে। বিস্তারিত: fb.com/kishoralobarisal8200

সামসুজ্জোহা