নতুন আয়োজন নিয়ে খুলনা কিআ বুক ক্লাব (মার্চ ২০১৮)

খুলনা কিআ বুক ক্লাবের ফেব্রুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয় ২৩ তারিখ, বিকাল তিনটায়। সভার শুরুতে ক্লাবের সদস্য আহসান হাবীব স্বরচিত কবিতা আবৃত্তি করে। এরপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় আইয়ান। চলতি কিআ সংখ্যাটি নিয়ে আলোচনা করে সদস্যরা। এবারের সভার নতুন অংশ ছিল ‘অরিগ্যামি’। সদস্যরা হাতে-কলমে শেখে হাঁসের অরিগ্যামি বানানো। তারপর সদস্যদের অজানা প্রতিভা প্রকাশের জন্য ‘নিজেকে জানো’ নামে একটি দারুণ পর্ব শুরু হয়। নিজের সৃজনশীল প্রতিভা তুলে ধরে ক্লাবের সব সদস্য। অভিনয়, গান, কৌতুক, আবৃত্তি মিলে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কুইজের পুরস্কার বিতরণ ও বই অদলবদলের মধ্য দিয়ে সভা শেষ হয়।

এ মাসে খুলনা কিআ বুক ক্লাবের সভা অনুষ্ঠিত হবে ১৬ মার্চ, বিকাল তিনটায়, প্রথম আলো খুলনা কার্যালয়, ময়লাপোতা মোড়, খুলনায়। অংশ নিতে হলে অবশ্যই সঙ্গে আনতে হবে চলতি মাসের কিআ এবং পড়ে আসতে হবে মুহম্মদ জাফর ইকবালের টুনটুনি ও ছোটাচ্চু বইটি। ফেসবুক: শযঁষহধ.শরধনড়ড়শপষঁন

লেখা: ওয়াছিউল ইসলাম ও শেখ লোকমান গালিব, ছবি: ফাইজা ফাইরুজ