একটি শ্বাসরুদ্ধকর ঘটনা

রাত প্রায় তিনটা বাজে। আমি জানি না, হঠাত্ করে কেন ঘুম থেকে উঠে গেলাম। উঠেই দেখি, অনেক জোরে ঝড় হচ্ছে। ঝড়ের বাতাসে আমার ঘরের দরজা-জানালার পর্দা অনেক জোরে জোরে নড়তে লাগল। আমি আমার ভেতরে ভয় টের পেলাম। কিন্তু আমি সাহস করে ধীর পায়ে আমার জানালা বন্ধ করতে গেলাম। তখন হঠাত্ দেখি, আমার দরজার সামনে একটি নারীমূর্তি দাঁড়িয়ে আছে (দরজাটি ওই জানালার পাশেই ছিল)। আমি ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেলাম। হঠাত্ আমি দেখলাম, ওই নারীমূর্তির চুল উড়ছে। কিন্তু মূর্তির তো কখনো চুল ওড়ার কথা নয়। আমি দেখলাম, ওই মূর্তির দুটি চোখ আমার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। জানি না কেন, কিন্তু আমি ঘোর অন্ধকারের মতো ওই নারীমূর্তিকে প্রায় ভালোভাবেই দেখতে পারছিলাম। আমি তখন অজ্ঞান হয়ে যাব এমন অবস্থা। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে ওই নারীমূর্তি আমার রুমের লাইট জ্বেলে জিজ্ঞেস করল, ‘কী রে সাজিন, কী হয়েছে?’ আমি তখন অবাক হয়ে দেখি, আমার সামনে আম্মু দাঁড়িয়ে আছে।

লেখা: সাজিন তাসনীম হোসেন     

চতুর্থ শ্রেণী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

অলংকরণ: জুনায়েদ