আমি শাতুল বলছি

আমি কিন্তু একটু অলস টাইপের। আমার একটা আলসেমির গল্প তোমাদের বলছি।

আমি ঘুমাতে যাওয়ার সময় মা আমার বিছানা পরিষ্কার করে দেয়। মশারিও টাঙিয়ে দেয়, কিন্তু মশারি ঠিক করা নিয়ে বাধে বিপত্তি। আমি, বাবা কেউই এ কাজ করতে চাই না।

মা একদিন বাবাকে বলছে, ‘বাবা আর ছেলে খুব অলস, কিছুই করতে চাও না। একদমই ঘুমপাগল।’ বাবা কিন্তু মাকে কিছু না বলে আমাকে বলছে, ‘শাতুল, দেখো, তোমার মা আমাদের অলস বলে বকছে। শাতুল তুমিও তোমার মাকে একটু বকে দাও।’

তখন আসলেই আমার খুব ঘুম পাচ্ছিল। আমি বললাম, আমি পারব না বাবা, তুমিই মাকে বকে দাও। আমার এ উত্তর শুনে মা বিজয়িনীর হাসি হেসে দিল। বন্ধুরা, বলো তো, আমি কি বেশি অলস? নাহ্, আসলে এত্তটা না, আমি ভালো ছবিও আঁকতে পারি।

লেখা: ইফতি আহনাফ

পঞ্চম শ্রেণী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

অলংকরণ: জুনায়েদ