ভূঁত ছঁড়াকার

 আঁমি এঁকটা ভূঁত ছঁড়াকার লিঁখতে পাঁরি ছঁড়া

আঁমার ছঁড়া ভূঁত সঁমাজের ভূঁত-শিঁশুদের পঁড়া।

ভূঁতের ছেঁলেমেঁয়েরা সঁব আঁমায় ভাঁলোবাসে

অঁাঁমার ছঁড়া পঁড়ার সঁময় কুঁতকুঁতিয়ে হাঁসে।

ছঁড়া লিঁখে ভূঁত সঁমাজে অঁনেক পঁদক পেঁলাম

ভূঁতরা আঁমায় মাঁন্য কঁরে পঁথ-ঘাঁটে দেঁয় সেঁলাম।

ভূঁতের দেঁশে বঁইমেঁলা নেঁই বঁইয়ের দোঁকান আঁছে

দোঁকানগুলো বাঁনানো হঁয় ঝাঁকড়া তেঁতুলগাঁছে।

ভূঁতের রাঁজ্যে শিঁল্পীরা সঁব দাঁরুণ ছঁবি আঁকে

আঁমার বঁইয়ের পাঁতায় পাঁতায় ইঁলাস্ট্রেশন থাঁকে।

খুঁব সুঁন্দর রঁং ঝঁলোমল ইঁলাস্ট্রেশনগুঁলো

বেঁগুনি রং গাঁজর এঁবং সঁবুজ রঁঙের মুঁলো।

কাঁকগুলো সঁব মেঁরুন রঁঙের কোঁকিলগুলো সাঁদা

ভূঁতের দেঁশের মিঁউজিয়মে এঁকটাও নেঁই গাঁধা!

লাঁলটুঁকটুঁক বেঁড়াল এঁবং নঁীল রঁঙা সঁব ঘেঁউ

ভূঁতের দেঁশের পুঁকুরে হঁয় সঁমুদ্দুরের ঢেঁউ!

ভেঁবেছিলাম পঁত্রিকাতে পাঁঠাই কিঁছু ছঁড়া

মাঁনুষ ছঁড়াকারের ছঁড়া যাঁয় নাঁ মোঁটে পঁড়া

বিঁদঘুটে আঁর বিঁচ্ছিরি সঁব ছঁন্দ ওঁদের হাঁতে

ওঁসব ছঁড়া দেঁই নাঁ আঁমরা ভূঁত-শিঁশুদের পাঁতে। 

ভূঁত-শিঁশুরা ফাঁলতু ছঁড়া অঁপছন্দ কঁরে

আঁমার ছঁড়াই পঁড়ানো হঁয় তাঁই তো ঘঁরে ঘঁরে।

এঁবার মেঁলায় বেঁরিয়েছিল কোঁন সেঁ ছঁড়ার বঁই?

বঁইটার নাঁম ‘ট্যাঁংরা মাঁছকে ল্যাঁং মেঁরেছে কৈঁ’!

প্রঁঁচ্ছদ আঁর অঁলংকরণ কেঁ কঁরেছে জাঁনো?

ছঁবি দেঁখে ভিরমি খাঁবে শিঁল্পী হাঁশেম খাঁনও।

মঁজার মঁজার রঁঙিন ছঁবি শ্রুঁভং এঁষের আঁকা

শ্রুঁভং আঁমার ভাঁতিজা হঁয় আঁর আঁমি তাঁর কাঁকা।

আঁমার ছঁড়া পঁড়ে পঁড়েই তেঁাঁমরা হবে জ্ঞাঁনী

পঁত্রিকাতে পাঁঠিয়ে দিঁলাম তাঁই এঁ ছঁড়াখানি।

অলংকরণঃ তুলি