টোকিও গডফাদারস

২০০৩ সালে মুক্তি পাওয়া টোকিও গডফাদারস। মূলত পিটার কাইনসের থ্রি গডফাদারস উপন্যাস অবলম্বনে বানানো এই জাপানিজ অ্যানিমেশনটি। সাতোশি কন পরিচালিত ছবিটি ২০০৩ সালে জাপান মিডিয়া আর্টস ফেস্টিভ্যাল ও ৫৮তম মেইনিচি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেশন ফিল্ম পুরস্কার জিতে নেয়।

ক্রিস্টমাসের এক সন্ধ্যায় ডাস্টবিনের মধ্যে সদ্যোজাত এক শিশুকে খুঁজে পায় তিন ব্যক্তি। তাঁদের একজন জিন। বাকি দুজনের একজন বাড়ি থেকে পালিয়ে আসা মিয়্যুকি, আর হানা। শিশুটির সঙ্গে একটা ব্যাগ পান তাঁরা। ব্যাগে ছিল শিশুটির মা-বাবাকে খুঁজে পাওয়ার মতো ক্লু। বাচ্চাটির নাম কিয়োকো।

বাচ্চার মা-বাবাকে খুঁজে পেতে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় তাঁদের। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। শেষ পর্যন্ত তাঁরা কিয়োকোর মা-বাবাকে খুঁজে পাবে কি না, তা জানতে দেখতে হবে মজার এই ছবিটি। আশা করছি, ১ ঘণ্টা ৩২ মিনিট নষ্ট হবে না তোমাদের!