রিপোর্ট কার্ড

ক্লাস থ্রিতে পড়ি তখন। প্রচণ্ড জ্বর হলো। জ্বর নিয়েই মিডটার্ম পরীক্ষা দিলাম। সংগত কারণেই রেজাল্ট বরাবরের চেয়ে খারাপ হলো। সামান্য খারাপ আরকি! কিন্তু আব্বু–আম্মু কি আর ওসব অজুহাত শোনে? বকাঝকার একপর্যায়ে আম্মু বলল, ‘তুই এই রিপোর্ট কার্ড ছাগলকে গিয়ে দেখা, ছাগলও খাবে না।’ আমিও সিরিয়াস হয়ে গেলাম। কোরবানির জন্য গ্যারেজে ৩/৪টি ছাগল ছিল। সামান্য লবণ ছিটিয়ে রিপোর্ট কার্ড খেতে দিয়ে দিলাম আমি। ছাগল খেয়ে ফেলল নাকি রিপোর্ট কার্ড উদ্ধার পেল, সেটা অজানাই থাকুক...