চোখ মেলে দ্যাখ

নামেই কি ভাই দাম পাওয়া যায়

নাম দিয়ে কী হয়?

নামের মাঝে যায় না পাওয়া

আসল পরিচয়।

অন্ধ ছেলে ‘পদ্মলোচন’

‘কৃষ্ণ’ কালো নয়—

‘বাদশাহ্‌’ নামে এক যে অনাথ

পথের ধারে রয়।

‘কিশোর কুমার’ রয় না কিশোর

হয় বুড়ো নিশ্চয়—

গিন্নি এলে কে আর তারে

কুমার বলো কয়?

অভয় বাবুর বাইরে-ঘরে

এক শ রকম ভয়—

‘বিনয়’ নামের দুষ্টু ছেলের

কুৎসা পাড়াময়।

‘গোলাম’ নামে সাহেব করে

বিশ্বটারে জয়—

মতি মিয়ার মতিভ্রমের

গল্পে কী বিস্ময়!

‘দীনবন্ধু’ দুঃখীজনে

প্রচণ্ড নির্দয়—

অক্ষয়-এরও বাড়ছে বয়েস

হচ্ছে আয়ুক্ষয়।

নাম মুছে যায় আর লেখা রয়

কর্মেরই সঞ্চয়—

চোখ মেলে দ্যাখ গুণের কদর

করছে মহাশয়।