অ্যানাটমি

অলংকরণ: মেহেদী হক

এনাটমি খুবই সোজা, ভয় পাও ইহাকে?
লোকে কাকে Spleen ডাকে? আমাদের প্লীহাকে।

ইংরেজি শুনে ভাবো কত চাকচিক্য!
Lungs হলো ফুসফুস, Kidney-টা বৃক্ক।

শরীর ভর্তি সব পরিপাটি যন্ত্র
Brain হলো মগজ ও Gut হলো অন্ত্র।

Gall Bladder-এর নাম শুনে থাকি নিত্য
এটা আর কিছু নয় থলি ভরা পিত্ত।

Tongue হলো জিহ্বা, Eye ডাকে চোখকে
এইগুলো ভুল হলে আর নেই রক্ষে।

মন দিয়ে শুনে রাখো, জেনে রাখো বলি যা
Heart মানে হৃদয় ও Liver-টা কলিজা।

Limb হলো হাত-পা, Knee ডাকে হাঁটুকে
গালভরা নামগুলো লাগে বুঝি নাটুকে?

মেডিকেলে স্নায়ুটাই বদলায় Nerve-এ
ডাক্তারি পড়াশোনা? চাইলেই পারবে।

চাইলেই এনাটমি শিখে যাব আমরা
Bone হলো হাড্ডি, Skin হলো চামড়া।

এনাটমি শেখা লাগে একেবারে বেসিকে
Muscle নামেই ডাকে আমাদের পেশিকে।

ছড়া পড়ে এনাটমি এসে গেছে দখলে?
অর্ধেক ডাক্তার হযে গেলে সকলে।