ছেলেবেলার বন্ধুরা সব

ছেলেবেলার বন্ধুরা সব কোথায় তোরা কোন সে দূরে?

আয় ফিরে আয়, তোদের নিয়ে পাড়ার মাঠে বেড়াই ঘুরে।

আয় না তোরা আবার খেলি তোদের সাথে বৌছি খেলা, 

আয় না আবার ভরদুপুরে নদীর জলে ভাসাই ভেলা।

তোদের নিয়ে শীত সকালে আবার খাব চিতই পিঠা,

বোশেখ মাসের মেলায় গিয়ে কিনব আবার হাওয়াই মিঠা।

আনব কিনে খেলনা গাড়ি, পাতার বাঁশি, মাটির ঘোড়া,

ছেলেবেলার বন্ধুরা সব, কোথায় তোরা, কোথায় তোরা?

নদীর ধারে শান্ত মাঠে ওই যে দূরে বটের ঝুরি,

সেখানটাতে আয় রে সবাই নীল আকাশে ওড়াই ঘুড়ি।

আয় না আবার শাপলা তুলি বিলের জলে নৌকো বেয়ে,

পুকুর জলে আয় না সবাই লাফিয়ে পড়ি গোত্তা খেয়ে।

মা যতই বলুক আমায় ওরে বাঁদর, দুষ্টু, পাজি,

তোদের নিয়ে আবার আমি ডুব-সাঁতারে নামতে রাজি। 

ভুলেই গেছি তোদের সাথে আমবাগানে গুলতি ছোড়া,

ছেলেবেলার বন্ধুরা সব, কোথায় তোরা, কোথায় তোরা?

দুপুর বেলায় যখন আমি ব্যস্ত ভূগোল, ধারাপাতে,

মুষলধারে বৃষ্টি হঠাৎ টিনের চালে খেলায় মাতে।

আয় না তখন নৌকো বানাই অঙ্কখাতার পিষ্ঠা ছিঁড়ে,  

নৌকোগুলো ভাসবে কেমন মেঘের জলে ধীরে ধীরে।

মেঘলা দিনে চুপি চুপি বন্ধ করে বইয়ের পাতা,

আয় রে ভিজি  মাথায় দিয়ে কচুপাতার সবুজ ছাতা।

আয় না দেখি রংধনুটা উঠল কোথায় আকাশজোড়া,

ছেলেবেলার বন্ধুরা সব, কোথায় তোরা, কোথায় তোরা?

বন্ধুরা সব আয় দেখে যা কেমন আছি, কোথায় আছি,

আমার ভীষণ ইচ্ছে করে যেতে তোদের কাছাকাছি।

যখন আমি বন্ধ ঘরে পড়ার ফাঁকে একলা থাকি,

মনের খাতায় তোদের নিয়ে হিজিবিজি ছবি আঁকি।

তোদের কাছে না বলা সব আমার অনেক কথা আছে,

মনের যত কথাগুলো বলব খুলে তোদের কাছে।

বলব আমার সুখের-দুখের অনেক কথা হৃদয়খোঁড়া,

ছেলেবেলার বন্ধুরা সব, কোথায় তোরা, কোথায় তোরা?

অলংকরণঃ তুলি