এবারও থাকছেন মিনার

কিশোর আলো মানে মিনার, মিনার মানেই কিশোর আলো! জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান কিশোর আলোর সঙ্গে রয়েছেন এর জন্মলগ্ন থেকেই। কিআর পাতায় তাঁর আঁকা, লেখা কিংবা সাক্ষাৎকার নিয়মিতই দেখা যায়। কিআনন্দও এর ব্যতিক্রম নয়। ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম কিআনন্দ থেকে এখন পর্যন্ত সবক'টি আয়োজনেই ছিল তাঁর পরিবেশনা। সেই ধারাবাহিকতায় লাভেলো কিআনন্দ ২০১৮-এর ঢাকা পর্বেও থাকছেন এই সংগীত তারকা। উৎসবে আগত দর্শকেরা সুযোগ পাচ্ছে মূল মঞ্চে তাঁর গান সরাসরি উপভোগ করার।

কিশোর আলোর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে স্কুল-কলেজ  ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অংশ নিতে করতে হবে অনলাইন নিবন্ধন। নিবন্ধন করা যাবে এই লিংকে

নিবন্ধন করে প্রাপ্ত ই-টিকেটের সঙ্গে নিয়ে আসতে হবে কিশোর আলোর মে থেকে অক্টোবর সংখ্যায় প্রকাশিত ৬টি প্রবেশ কুপনের যেকোনো ৩টি। যাদের কাছে কুপন নেই, তারা পরবর্তী ৬ মাসের গ্রাহক হয়ে কিআনন্দে অংশ নিতে পারবে। চাইলে অফিসে এসেও গ্রাহক হওয়া যাবে। 

যাদের নিবন্ধন করতে সমস্যা হচ্ছে, তারা সরাসরি অফিসে এসে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় ছবি ও তথ্য অবশ্যই পেন ড্রাইভে নিয়ে আসবে। 
ঠিকানা : কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ।

কিশোরদের জন্য আয়োজিত বছরের সেরা এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য গুণী ব্যক্তিত্ব ও তারকারা।