৯ বিভাগে সেরা হলো ১০ জন

তাসফিয়া কাদেরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কিআ সম্পাদক আনিসুল হক
তাসফিয়া কাদেরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কিআ সম্পাদক আনিসুল হক

২০১৮ সালে কিশোর আলোর বর্ষসেরা স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছে তাসফিয়া কাদের (আফরা)। সে হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এ বছর কিশোর আলোর হয়ে অসাধারণ কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়। আফরা ছাড়াও ৮টি আলাদা বিভাগে আরও ৯ জন বর্ষসেরা স্বেচ্ছাসেবকের পুরস্কার লাভ করে। কিআনন্দ ২০১৮-এর পর্যালোচনা সভায় কিআ সম্পাদক আনিসুল হক তাদের হাতে পুরস্কারস্বরূপ ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া, আগামী এক বছরের জন্য এই স্বেচ্ছাসেবকেরা কিশোর আলোর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার সুযোগ পাবে। 

এর আগে গত ২৪ অক্টোবর কিশোর আলোর ফেসবুক পাতায় প্রকাশ করা হয় বর্ষসেরা স্বেচ্ছাসেবক ২০১৮–এর মনোয়নপ্রাপ্ত ১৭ জনের তালিকা। মূলত সারা বছর বিভিন্ন ক্ষেত্রে কাজের মূল্যায়ন ও ধারাবাহিকতা বিচার করে স্বেচ্ছাসেবকদের উৎসাহ ও প্রণোদনার জন্য দেয়া হয় এই পুরষ্কার। শুধু নিয়মিত কাজই নয়, সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সম্ভাবনাসহ কয়েকটি গুণাবলিও এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়। 

২০১৮ -এর কিশোর আলোর বর্ষসেরা স্বেচ্ছাসেবকেরা
২০১৮ -এর কিশোর আলোর বর্ষসেরা স্বেচ্ছাসেবকেরা

একনজরে দেখে নেয়া যাক ২০১৮ -এর বর্ষসেরা স্বেচ্ছাসেবকদের নাম- 

তথ্য, উপাত্ত ও আর্কাইভ ব্যবস্থাপনা : আলিমুজ্জামান নয়ন

গ্রাফিক ডিজাইন : মুবতাসিম আলভী

লেখালেখি : মুসাব্বির হোসাইন

অতিথি ব্যবস্থাপনা : আহমেদ আজমাইন

ভিডিওগ্রাফি : আব্দুল ইলা ও নাজিয়া পারভীন (নিমরা)

ফটোগ্রাফি : আকিফুর রহমান

ওয়েব ব্যবস্থাপনা : হাসানুল ফেরদৌস (সাদিদ)

বর্ষসেরা উদীয়মান স্বেচ্ছাসেবক : অমিত্রাক্ষর বিশ্বাস

বর্ষসেরা স্বেচ্ছাসেবক : তাসফিয়া কাদের (আফরা) 

ছবি : মাসুদুল হক আকিফুর রহমান