দুই যে ছিল কাঠবিড়ালি

কবি কাজী নজরুল ইসলামের লেখা, কাঠবিড়ালির সঙ্গে খুকুর কথোপকথন মনে আছে তো? ওই যে—

‘কাঠবেরালি! কাঠবেরালি! পেয়ারা তুমি খাও?

গ‌ুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?

বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?—’

খিদে পেলে আরও কী খায় বা খেতে চায়, এবার দেখে নাও।

রাশিয়ান গুণী প্রকৃতিবিষয়ক আলোকচিত্রী ভাদিম ট্রুনভ। কাঠবিড়ালির সঙ্গে আগেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু এবারই প্রথম, তাঁর তোলা ছবিতে এমনটা দেখা গেল, যেখানে কাঠবিড়ালিরা নিজেরা নিজেরা খেলা করছে, ছবিও তুলছে একে অন্যের! সম্প্রতি তিনি তাঁর তোলা কিছু কাঠবিড়ালির ছবি প্রকাশ করেন, যেখানে মনে হচ্ছে তারা তুষারমানব বানাচ্ছে, বাদাম দিয়ে ভলিবল খেলছে, এমন সব আরও কত-কী কাণ্ডকারখানা!

কিন্তু আসল সত্যটা একটু ভিন্ন—তখন শীতকাল, তুষারে ঢাকা চারপাশটায় খাবারের সংকট। এই কাঠবিড়ালিগুলোও ছিল তখন খিদের জ্বালায় অস্থির, তাদের খাবারের দরকার। আর তাই তো হাতের কাছে যা পেয়েছে, পাইন ফলের বীজ আর বাদাম নিয়ে যুদ্ধে মেতেছে এরা। কার খাবার কে লুফে নেবে, এই নিয়ে ব্যস্ত ওরা, আর আমরা ভাবছি, খেলছে বুঝি! এমন সব কাণ্ডকারখানা ট্রুনভকে কাছে টেনে নেয় তাদের ছবি তুলতে।

সূত্র: ডেইলি মেইল