সাদা

তোমাদের অনেকেরই প্রিয় গায়ক মিনার। তাঁর সাদা গানটি তো দারুণ জনপ্রিয়। আমরা মিনারকে বলেছিলাম তাঁর এই গানটি যখন তিনি লিখেন, তখন তাঁর কল্পনায় কী খেলা করেছে, তা আমাদের একটু এঁকে দিতে। মিনার এঁকেছেন তোমাদের জন্য—

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি

অপেক্ষা সুদূর বর্ষণের,

মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান

বৃষ্টি তোমার আহ্বান।

সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি

তাই তো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুলগুলো সব ছন্নছাড়া।

তুমি চাইলে জোছনা, স্বপ্নিল কোনো এক রাতে

আকাশটা ঘিরে প্রার্থনা,

চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে

জানিও তোমার অভ্যর্থনা।

সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি

তাই তো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুলগুলো সব ছন্নছাড়া...

কথা ও আঁকা: মিনার রহমান