পাঁচ জেলায় জীবনের জয়গান উৎসব

তারুণ্য মানে সাহসিকতা, উদ্যোগ আর উদ্যম। তারুণ্য মানে ভাবনা, মেধা আর দক্ষতার মিশেল, যা এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য। তরুণরাই গড়ে দেশ। ভালোবাসা দিয়ে আনে বিজয়। তারা ভয় পেয়ে পিছু হটে না, হারতে জানে না। শুধু জানে বাঁধা বিপত্তি পেরিয়ে সামনে যেতে। সহিংসতা নয়, ভালোবাসাই তাদের হাতিয়ার। তাই তরুণদের জন্যই মানুষের জন্য ফাউন্ডেশন, কিশোর আলো ও প্রথম আলো বন্ধুসভা সম্মিলিতভাবে গত অক্টোবর মাস থেকে পরিচালনা করছে 'সম্প্রীতি' কার্যক্রম। তারই ধারাবাহিকতায় দেশের পাঁচটি জেলায় তরুণদের জন্য আয়োজিত হতে যাচ্ছে 'জীবনের জয়গান' উৎসব। যেখানে থাকবে মানসিক স্বাস্থ্য, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ক্যারিয়ার গঠন নিয়ে পরামর্শ, অণুপ্রেরণাদায়ী বক্তব্য, জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট। তরুণদের প্রেরণা দিতে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ লেখক, অভিনয় ও সংগীত জগতের তারকারা। 

২৬ জানুয়ারি মুন্সিগঞ্জের রামপাল মহাবিদ্যালয় মাঠে হবে প্রথম উৎসবটি। সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে মেয়েদের জন্য আয়োজন করা হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার-বিষয়ক বিশেষ কর্মশালা। একই দিনে বই পড়ুয়া তরুণদের নিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস চর্চা কেন্দ্রে গঠন করা হবে বুক ক্লাব। পরবর্তীকালে ২৮ জানুয়ারি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ (ভাওয়াল কলেজ) ও ৩ ফেব্রুয়ারি নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত হবে 'জীবনের জয়গান' উৎসব। জেলা দুটিতে নিরাপদ ইন্টারনেট-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে যথাক্রমে গাজীপুর সরকারি মহিলা কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজে। গাজীপুরে বুক ক্লাব গঠন করা হবে গাজীপুর প্রথম আলো কার্যালয়ে, যেখানে জেলার ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণেরা বই পড়া এবং বই বিষয়ক কার্যক্রমে অংশ নিতে পারবে। নরসিংদীর তরুণদের জন্য বুক ক্লাব গঠিত হবে উৎসবের ভেন্যুতেই।

এছাড়াও মানিকগঞ্জ এবং নারায়নগঞ্জে অনুষ্ঠিত হবে বাকি দুটি উৎসব। 

জীবনের জয়গান উৎসব জেলার সব তরুণের জন্য উন্মুক্ত থাকবে।