নির্বাচিত কৌতুক (জানুয়ারি ২০২০) : প্রথম অংশ

* অমিত: জানো, আমি না নিজের সঙ্গে নিজে কথা বলি।
অমিত: তাই? আমিও তো নিজের সঙ্গে নিজে কথা বলি।

* বেকার লাবিবের বাসায় চোর ঢুকল। টের পেয়ে লাবিবের ঘুম ভেঙে গেল। হঠাৎ চোর আর লাবিব মুখোমুখি হয়ে গেল।
লাবিব: কী খুঁজছ?
চোর: টাকাপয়সা, গয়না।
লাবিব: তিন বছর ধরে আমিও খুঁজছি। চলো একসঙ্গে খুঁজি।

বস: আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?
রাতুল: বসের সঙ্গে কাজ নিয়ে বাগ্‌বিতণ্ডার পর অসুস্থ হয়ে পড়ার জন্য।
বস: এখন সুস্থ তো আপনি?
রাতুল: আমি তো অসুস্থ হইনি। বসই আমার কাজ দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন।

বাংলা শিক্ষক: ‘আমি মোবাইল চুরি করছি’—এর ভবিষ্যৎকাল কী হবে?
পলাশ: ‘আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে!’

তমাল: ভাবছি বিদেশ চলে যাব। কোন দেশে গেলে প্লাস পয়েন্ট বেশি পাব, বল তো?
আশিক: অবশ্যই সুইজারল্যান্ড।
তমাল: কেন?
আশিক: ওদের পতাকাতেই যে বড় একটা প্লাস পয়েন্ট আছে!