নির্বাচিত কৌতুক (ডিসেম্বর ২০১৯)

টুকু আর ফুয়াদ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখল একটা পাগল লাফাচ্ছে আর চিৎকার করছে।
   ফুয়াদ: জানিস এই লোক ১০ বছর আগে পরীক্ষায় ফেল করেছিল। তারপর স্যার তাকে স্কুল থেকে বের করে দেয়।
   টুকু: সেই আনন্দে এখনো লাফাচ্ছে?

স্যার: জ্ঞান ছড়িয়ে থাকে পৃথিবীর কোনায় কোনায়। সেটা খুঁজে বের করতে হয়।
   ফাহাদ: কিন্তু পৃথিবী তো গোল, স্যার!

এক দুষ্টু লোক ফোনে বিরক্ত করছে জিমকে।
   দুষ্টু লোক: তুমি পচা, তুমি খারাপ, তুমি দেখতে ভূতের মতো।
   জিম: দেখুন, আপনার সামনের আয়নার লোকটি আমি নই!

রাফি: বল তো ঢাকা কোথায় অবস্থিত?
   শফিক: বাংলাদেশে।
   রাফি: বাংলাদেশ কোথায়?
   শফিক: পৃথিবীতে।
   রাফি: পৃথিবী কোথায়?
   শফিক: আমরা ভূগোল নিয়ে আলোচনা করছিলাম। জ্যোতির্বিজ্ঞান নিয়ে নয়।

জয়: তুই কি জানিস, কোন বাক্যের ইংরেজি কেউ জানে না?
   রাকিব: কোন বাক্যের?
   জয়: আমি জানি না!